ক্লান্ত দেহ জং ধরা মন-
অশান্ত মগজে ধরেছে পচন,
বিষন্ন সময় আঁধারে ঘেরা পথে -
চলেছি একা অনিশ্চয়তার সাথে।