একদিন এক ছেলে তার বাবাকে জিজ্ঞেস করল,
— “বাবা, তুমি সবসময় বলো ‘সময় নষ্ট কোরো না’… তাহলে ঘড়ির কাঁটা তো সারাক্ষণ ঘুরছে, ও কি সময় নষ্ট করছে?”
বাবা হেসে বলল,
— “না রে বাবা, ও তো সময় তৈরি করছে, নষ্ট তো আমরা করি!” 😄