১. জুমা সপ্তাহের সেরা দিন

রাসুলুল্লাহ ﷺ বলেছেন:

> “সূর্য উদিত হয়েছে এমন দিনের মধ্যে জুমা দিনই সর্বোত্তম। এই দিনেই আদম (আ.) সৃষ্টি হয়েছেন, এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। কিয়ামতও এই দিনেই সংঘটিত হবে।”
(সহীহ মুসলিম, হাদিস 854)