khadiza❤️☕
এক কাপ চা, সকালের হাওয়ায়,
মন চায় শুধু তোমার ছায়ায়।
চিনি দিই না, তবু মিষ্টি হয়,
তুমি থাকলেই জীবন সাজায়।

চায়ের কাপে ধোঁয়া যখন ওঠে,
তোমার চোখেই সে আলো ফোটে।
চা যতই হোক, দরকার নাই—
এক কাপ চা, শুধু তোমাকেই চাই।

image