অন্ধকার মেঘে ঢাকা আকাশ,
আলো ফোটে তারই ফাঁকে।
নির্বাক শহর দাঁড়িয়ে চুপচাপ,
সূর্যের চোখ যেন সাঁঝে তাকায়।