হরমুজ প্রণালীতে মাইন বসানোর তথ্য পেয়ে উদ্বেগে পড়ে যুক্তরাষ্ট্র

Kommentare · 52 Ansichten

ইরানের সামরিক বাহিনী গত মাসে পারস্য উপসাগরে তাদের নৌযানে সামুদ্রিক মাইন বসানোর প্রস্তুতি নিয়েছিল—এমন তথ্য

ইরানের সামরিক বাহিনী গত মাসে পারস্য উপসাগরে তাদের নৌযানে সামুদ্রিক মাইন বসানোর প্রস্তুতি নিয়েছিল—এমন তথ্য পাওয়ার পর যুক্তরাষ্ট্রের উদ্বেগ বেড়েছে। মার্কিন কর্তৃপক্ষ আশঙ্কা করছিল, ইসরায়েলের হামলার জবাবে সে সময় হরমুজ প্রণালি অবরোধ করার প্রস্তুতি নিচ্ছিল তেহরান। যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা গোপন গোয়েন্দা তথ্য বিশ্লেষণের ভিত্তিতে এ তথ্য জানিয়েছেন।

এই অজানা প্রস্তুতির বিষয়টি গত ১৩ জুন ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার পর শনাক্ত করা হয়। হরমুজ প্রণালিতে এসব মাইন এখনো ব্যবহার করা হয়নি, তবে এ প্রস্তুতি ইঙ্গিত দেয় যে ইরান বিশ্বের অন্যতম ব্যস্ত এ বাণিজ্যপথ বন্ধ করার বিষয়ে সত্যিই অগ্রসর হতে চেয়েছিল। এই পদক্ষেপ ইরান-ইসরায়েল উত্তেজনা আরও জটিল করত এবং বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের ধাক্কা দিত। বিশ্বের মোট জ্বালানি তেল ও গ্যাস পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে যায়।

২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর পরপরই ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালি বন্ধ করা নিয়ে একটি প্রস্তাবের পক্ষে রায় দেয়, যদিও এটি মানা বাধ্যতামূলক ছিল না। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদই প্রণালি বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। ইরান এর আগেও বহুবার প্রণালি বন্ধের হুমকি দিলেও তা কখনো কার্যকর করেনি।

কীভাবে যুক্তরাষ্ট্র এই মাইন লোডিংয়ের তথ্য পেয়েছে, তা বিস্তারিত জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, স্যাটেলাইট ছবি, মানব গোয়েন্দা বা দুটির সমন্বয়ে এই তথ্য সংগ্রহ করা হয়েছে।

Kommentare