নীতিগত সুদের হার ১০ শতাংশ রেখে চলতি অর্থবছরের মুদ্রানীতি ঘোষণা

Комментарии · 19 Просмотры

দেশের সামষ্টিক অর্থনীতি এখনো চাপের মধ্যে রয়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংক গভর্নর

আজ বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

 

মনসুর বলেন, ‘মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠন এবং ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যেই এ মুদ্রানীতি প্রনয়ন করা হয়েছে।’

 

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে মূল্যস্ফীতি যদি সাত শতাংশের নিচে নেমে আসে এবং বাস্তব নীতিগত সুদের হার তিন শতাংশে পৌঁছায় তখন পর্যায়ক্রমে সুদের হার হ্রাসের চিন্তা করা হবে।

 

মনসুর বলেন, ‘বিশ্ববাজারে অস্থিরতা, যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, বৈদেশিক চাহিদা হ্রাস ও রফতানি আয় কমে যাওয়ার আশঙ্কার কারণে আমরা এখনো রক্ষণাত্মক অবস্থানে আছি।’

 

এ বছরের মে মাস থেকে পুরোপুরি বাজারভিত্তিক বিনিময় হার চালু করা হয়েছে যা ইতোমধ্যে রিজার্ভ স্থিতিশীলতা আনতে সহায়ক হয়েছে বলে জানান তিনি।

 

দেশের সামষ্টিক অর্থনীতি এখনো চাপের মধ্যে রয়েছে বলে জানান তিনি। বিশেষ করে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, মুদ্রার অবমূল্যায়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস, খেলাপি ঋণ বৃদ্ধি এবং বিনিয়োগ স্থবিরতা কেন্দ্রীয় ব্যাংককে কঠোর নীতিমালা গ্রহণে বাধ্য করছে বলেও উল্লেখ করেছেন তিনি।

 

সূত্র : বিবিসি

Комментарии