এক মাসের সন্তান কোলে নিয়েই পরীক্ষা, দেশসেরা শামীমা আক্তার

التعليقات · 47 الآراء

কোলের এক মাস বয়সী সন্তানকে নিয়েই ডিগ্রি পরীক্ষা দিয়েছেন রাজশাহীর বাগমারার শামীমা আক্তার। কঠিন এই পরিস্থিতি ?

কোলের এক মাস বয়সী সন্তানকে নিয়েই ডিগ্রি পরীক্ষা দিয়েছেন রাজশাহীর বাগমারার শামীমা আক্তার। কঠিন এই পরিস্থিতি জয় করে তিনি হয়েছেন সারা দেশের মধ্যে প্রথম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত চলতি বছরের ডিগ্রি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ও জিপিএ অর্জন করে তিনি এই অসাধারণ সাফল্য অর্জন করেছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের পক্ষ থেকে শামীমাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রেরিত একটি চিঠির মাধ্যমে তাদের বিষয়টি জানানো হয়।

শামীমা আক্তার রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ থেকে বিএসসি বিভাগে ডিগ্রি পরীক্ষায় অংশ নেন। তার স্বামীর নাম আব্দুর রাজ্জাক। তাদের বাড়ি বাগমারার বাইগাছা গ্রামে। শামীমা হলেন সাহাদুল ইসলাম ও হাজেরা বিবি দম্পতির প্রথম সন্তান।

শুধু ডিগ্রি নয়, শিক্ষাজীবনের প্রতিটি ধাপে তিনি রেখেছেন সাফল্যের ছাপ। বাইগাছা উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি, এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ+, এবং এবার ডিগ্রি পরীক্ষায় দেশসেরা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম বলেন, ২০২২ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত চলতি বছরের ডিগ্রি পরীক্ষায় শামীমা সর্বোচ্চ নম্বর ও জিপিএ অর্জন করে সার্বিক ফলাফলে দেশসেরা নির্বাচিত হয়েছেন।

হাটগাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এসএম মাহবুবুর রহমান বলেন, শামীমা অত্যন্ত মেধাবী ছাত্রী। তিনি আমাদের কলেজকে গৌরবান্বিত করেছেন। তার এই সাফল্যে আমরা গর্বিত। এটি কলেজের সুনাম দেশব্যাপী ছড়িয়ে দিয়েছে।

শামীমা জানিয়েছেন, ভবিষ্যতে তিনি ম্যাজিস্ট্রেট হতে চান। পরিবারের পাশে থাকা, অধ্যবসায় আর আত্মবিশ্বাসই তাকে এই পথ পাড়ি দিতে সহায়তা করেছে।

এই অনন্য অর্জনে রাজশাহীজুড়ে চলছে অভিনন্দনের জোয়ার। শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে শামীমা হয়ে উঠেছেন অনুপ্রেরণার প্রতীক।

التعليقات