১৭১ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

التعليقات · 36 الآراء

দেশের বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা আনতে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছ?

দেশের বৈদেশিক মুদ্রার বাজারে স্থিতিশীলতা আনতে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ১৮টি বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ১৭১ মিলিয়ন মার্কিন ডলার কেনা হয়েছে। রপ্তানি ও রেমিট্যান্সের ওপর সম্ভাব্য নেতিবাচক প্রভাব প্রতিরোধ এবং ডলারের দাম নিয়ন্ত্রণে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩ জুন প্রতি ডলারের গড় মূল্য ছিল ১২৩ টাকা। তবে তা জুলাই মাসের ১৩ তারিখে নেমে এসেছে ১২০ টাকা ৬০ পয়সায়— অর্থাৎ এক মাসের ব্যবধানে টাকার বিপরীতে ডলারের দাম কমেছে আড়াই টাকারও বেশি।

বিশ্লেষকরা বলছেন, রেমিট্যান্স এবং রপ্তানি আয় বাড়ার পাশাপাশি আমদানি ব্যয় কমে যাওয়ায় বাজারে ডলারের সরবরাহ বেড়েছে। এর ফলে ব্যাংকগুলোতে এখন অতিরিক্ত ডলার অবস্থান করছে। ডলারের এই বাড়তি সরবরাহ ব্যবস্থাপনাই মূলত কেন্দ্রীয় ব্যাংকের কেনার পেছনে অন্যতম কারণ।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, “আমাদের মূল লক্ষ্য হচ্ছে বাজারে অতিরিক্ত ডলার শোষণ করে দর স্থিতিশীল রাখা এবং বিনিময় হারকে বাস্তবতার মধ্যে রাখা।”

এদিকে দেশের বহির্বাণিজ্য ও চলতি হিসাবের ঘাটতিতেও এসেছে স্বস্তির বার্তা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসে লেনদেন ভারসাম্যের ঘাটতি ৪৭৩ কোটি ডলার থেকে কমে ১১৪ কোটিতে নেমে এসেছে। একই সময়ে চলতি হিসাবের ঘাটতিও কমে দাঁড়িয়েছে মাত্র ৪৩ কোটিতে।

অর্থনীতিবিদদের মতে, এই সূচকগুলো বহির্বিশ্বে দেশের আর্থিক অবস্থানকে শক্তিশালী করতে সহায়ক হবে, এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে।

التعليقات