Life Line Cover Image
Life Line Profile Picture
Life Line
@lifelineofficial • 2 אנשים כאלה

সুন্দর হওয়াটা জরুরী নয়, কারো কাছে গুরুত্বপূর্ণ হওয়াটা অনেক সুন্দর..!!🤍🌸

-মায়া একটি নির্লজ্জ অনুভূতি নাম, যাহ্ মানুষকে বারবার এমন জায়গায় টেনে নিয়ে যায় যেখানে অপমান, অবহেলা, অবজ্ঞা সব সহ্য করেও সে থেকে যায়! মায়া এমন এক যন্ত্রণা যা কাঁদায়ও,, এই অনুভূতি টা ঠিক কুকুরের মতো ঘুরায়, একজনের পিছনে, যে তাকে হয়তো মানুষ হিসাবেও দেখে না..! 😅💔

উকিল হতে চেয়েছিলামকিন্তু তর্ক করার সময় মুখ থেকে কথা কম গালি বেশি বের হয় 🤣

- সময়ের সাথে সাথে অনেক কিছু ব'দ'লে যায়, কিছু মেনে নিতে হয় কিছু সহ্য করে নিতে হয়!'💔😊

তুমি ছিলে আমার শেষ আঘাত!
এরপর আর কিছুই আমাকে স্পর্শ করতে পারেনি। প্রিয় জিনিসগুলো জীবন থেকে সরিয়ে রাখতে শিখেছি আমি। মাঝরাতের দুঃস্বপ্নের মতো এসেছিলে, কিন্তু দিনের আলোয় তোমাকে বহন করা ছিল বড্ড কঠিন। শেষবার সৃষ্টিকর্তার কাছে তোমাকে নয় তোমার হেদায়েত আর আমার জন্য শুধু ধৈর্য্য চেয়েছি।