L O L B D Cover Image
L O L B D Profile Picture
L O L B D
@lolbd • 6 mensen vinden dit leuk

ইরানী নেতা আলী লারিজানীকে আকাশ সীমা ব্যবহারের অনুমতি দেয় নি সিরিয়া। ইরাক থেকে তুরস্ক ঘুরে লেবানন গেছে ইরানী দল।


সিরিয়ার সাথে পাংগা নিলে ইরানের খবর আছে। কারন সিরিয়ার ভৌগলিক অবস্থান গুরুত্বপূর্ণ। এখনো সময় আছে আসাদের পুরনো স্মৃতি ভুলে সিরিয়ার সরকারের সাথে মিটমাট করার।

image

দোহায় কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর রহমানের সাথে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

বৈঠকের মূল বিষয় ছিল ফিলিস্তিন এবং সিরিয়া।

image

image

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়: সিরিয়ার সরকার তার ঐক্য ও অখণ্ডতা রক্ষার জন্য যে কোনও পদক্ষেপ গ্রহণ করলে তুরস্ক তাকে সমর্থন করবে।

image

দ্রুজ নেতা শেখ ফাদি বেদিরিয়ে:

"আমরা স্বাধীনতা চাই। কয়েক দিনের মধ্যেই সুওয়াইদা প্রদেশে যুদ্ধ আবার শুরু হতে পারে।"

এই ব্যাটার মুছ দেখছেন? কিছুদিন আগে একজনের মুছ কেটে দিয়েছিলো সিরিয়ান মিলিশিয়ারা।

image