"রাত পোহালে সকাল, যা দিনের আলো নিয়ে আসে, আর এই সকাল আল্লাহ তা'আলার পক্ষ থেকে একটি নতুন নেয়ামত। "রাতের পর সকাল" এই কথাটির অর্থ হল, রাতের অন্ধকার শেষ হয়ে দিনের আলো আসা, যা মহান আল্লাহর সৃষ্টি এবং তাঁর অনুগ্রহের নিদর্শন। দিনের শুরু আল্লাহর শুকরিয়া এবং তাঁর কাছে নিরাপত্তার জন্য প্রার্থনা করে করা উচিত