আকাশে জোছনার চাদর, নিচে নিস্তব্ধ শহর, আর আমার মনে একটাই প্রশ্ন, তুমি ঘুমিয়ে পড়েছ তো? শুভ রাত্রি… স্বপ্নে দেখা হবে।