নিজেরই পালক জেসিকার প্রাণ কেড়ে নিয়েছিল এই কিলার হোয়েল (অরকা)। জেসিকা বহু বছর ধরে এই অরকাটিকে সন্তানের মতো স্নেহ দিয়ে বড় করেছিল। নিজের হাতে খাওয়ানো, প্রশিক্ষণ দেওয়া থেকে শুরু করে তার সাথে খেলাধুলা করা—সবই ছিল তার দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু সেই বিশ্বাসই একদিন বিশ্বাসঘাতকতায় বদলে গেল, যখন অরকাটি নির্মমভাবে জেসি

image