এক কচ্ছপ পাহাড়ে উঠতে চাইল। সবাই হাসল, বলল, “তুই পারবি না!”

কচ্ছপ চুপচাপ চলতে থাকল—ধীরে, কিন্তু থামেনি।

দিন শেষে সে পাহাড়ের চূড়ায় পৌঁছাল।

📌 শিক্ষা: ধীরে চললেও, যদি থামো না—তবেই তুমি জিতবে।