শুধুই মন্দ
তাই শেষ বেলা
তোর দু-হাত শুন্য
অনেকদিনের আশা
পুষে রেখেছি বুকে
একদিন ঘৃণা ভরে
একদলা থুতু দেবো
তোর ওই মুখে।