অজুর তিন নাম্বার ফরজ হলো মাথার চতুর্থাংশ মাসাহ করা। মাথার চতুর্থাংশের পরিমাণ একটি হাতের তালুর সমান ধরা হয়। তাই, মাথার উপর একটি হাতের তালুর সম পরিমাণ জায়গায় মুছে দেওয়া ফরজ। যদি তার হাতের তালুতে পানি লাগে এবং সে সেটি মাথার যেকোনো অংশে — পেছন, সামনে বা অন্য যেকোনো দিকে — মুছে দেয়, তবে তাই যথেষ্ট হবে।

image