অজুর চার নাম্বার ফরজ হল- টাখনুসহ পা ধৌত করা। টাখনু হলো পায়ের নিচের অংশের দুই পাশে বেরিয়ে থাকা হাড়। তাকে অবশ্যই পানির মাধ্যমে ধৌত করতে হবে। পায়ের তালুর মধ্যে থাকা ফাটলগুলো ধৌত করার ব্যাপারেও যত্নবান হতে হবে।

image