আমার অপেক্ষা তোমায় ঘিরে-
দিনের শুরু থেকে রাতের শেষ অবধি
শুধু তোমার ভাবনায় কেটে যায়।
তুমি কখন আসবে,
কখন তোমার মুখের হাসি দেখবো-
এই ভাবনাতেই সময় থমকে থাকে।