জীবন নামের-চলমান এই রণ-ক্ষেত্রে-
যোদ্ধা তুমি-মনে রেখো সদা সর্বত্রে”
চলছে লড়াই শুধু অস্তিত্ব রক্ষায়-
এগিয়ে যাও-তুমি সৈনিক অকুতভয়(২)
হবে জয় নিশ্চয় ঝেড়ে ফেলো সব সংশয়-
দেখবে তুমি নতুন এক দিন আধারের বুক ছেঁড়া আলোয়(২)
কথা সুর-
মোঃ শাহীন সোনার