আজ ইচ্ছে গুলোকে ছোট রাখি,
‎যাতে ভাঙলে খুব বেশি ব্যথা না পায় মন।
‎শিখেছি-
‎সব ইচ্ছে পূরণের জন্য নয়,
‎কিছু ইচ্ছে কেবল মনে রাখার জন্যই জন্মায়।