এক রাতে গ্রামের এক চোর ঢুকল রেহানার বাড়িতে। উদ্দেশ্য—ডিম চুরি করে বাজারে বিক্রি করবে।
কিন্তু ডিম নিতে গিয়ে সে গুঁতো খেয়ে পড়ে গেল মুরগির ঠোকরে!
চিৎকার শুনে রেহানার ঘুম ভাঙে, সবাই ছুটে আসে।
চোর ডিম চুরি করতে গিয়ে নিজেই হল হাসির পাত্র।