একদিন এক কাক মুখে পনির নিয়ে গাছের ডালে বসেছিল। এক শিয়াল এসে কাককে প্রশংসা করতে লাগল, “তোমার গলার আওয়াজ নাকি অসাধারণ!” কাক গাইতে মুখ খুলতেই পনির নিচে পড়ে গেল, শিয়াল সেটি নিয়ে চলে গেল।
শিক্ষা: অতি প্রশংসায় বিভ্রান্ত হওয়া উচিত নয়।