বাঁদর আর কুমিরের চালাকি
এক কুমির বাঁদরের হৃদপিণ্ড খেতে চাইল। নৌকায় করে নদীর মাঝপথে গিয়ে কুমির বলল, “তোমার হৃদপিণ্ড চাই।” বাঁদর বলল, “ওহ! আমি তো সেটা গাছে রেখে এসেছি, চলো ফিরি।” কুমির ফিরে গেলে বাঁদর লাফ দিয়ে গাছে উঠে গেল।
শিক্ষা: বিপদে মাথা ঠান্ডা রেখে বুদ্ধি খাটাতে হয়।