বুদ্ধিমান কৃষকের সমাধান
এক কৃষকের তিন ছেলে সারাদিন ঝগড়া করত। কৃষক একগুচ্ছ কাঠি দিয়ে বলল, “ভেঙে দেখো।” কেউ পারল না। পরে কাঠি খুলে এক এক করে ভাঙতে বললে সবাই ভেঙে ফেলল।
শিক্ষা: ঐক্য থাকলে শক্তি বাড়ে, ভাঙলে দুর্বল হয়।