আমি তোমাকে চাই আমার একাকিত্বে। আমি তোমাকে ভীষণভাবে চাই। যেমন একটা স্থলে থাকা মাছ পানির জন্য ছটফটায়, ঠিক সেভাবে।
আমি বাচতে চাই। তবে এই একাকী ভাবে নয়, তোমার সাথে। আমি চোখ বন্ধ করে তোমার হাত ধরে হাটতে চাই সাদের কার্নিশে।
তোমায় নিয়ে কত স্বপ্ন বাকি আমার। আমার অপেক্ষার শেষ কবে বলতে পারো?
