শহরের এক অন্ধকার গলিতে বাস করত কানু। তার পরিচয় ছিল 'হাত সাফাই'-এর ওস্তাদ হিসেবে। দিনের আলোতে সে ছিল এক ছাপোষা মানুষ, মলিন পোশাকে ঘুরে বেড়াত শহরের পথে-প্রান্তরে। কিন্তু রাতের আঁধারে তার আসল রূপটা প্রকাশ পেত। যখন পুরো শহর ঘুমিয়ে পড়ত, কানু বেরিয়ে পড়ত তার শিকারের খোঁজে। তার লক্ষ্য ছিল ধনী ব্যবসায়ীদের বাড়ি
