Tanvir Ahmed מרגיש אהוב
20 שעות

🌸 জীবনের পথ 🌸

নীরব আকাশে জ্বলছে তারা,
স্বপ্ন ভাসে মনো-ধারায় ধারা।
কখনো সুখে, কখনো দুঃখে,
চলতে হয় পথের মুখে।

সূর্য ওঠে নতুন আশায়,
রাত নামে শান্তি ভাসায়।
ছোট্ট জীবন, বড়ো স্বপ্ন,
চলতে হবে থেমে যতই ক্লান্ত।

হৃদয় ভরে আলো রাখো,
অন্ধকারে আশা আঁকো।
জীবন মানে লড়াই