সূর্য ওঠে সোনার রঙে,
হাওয়া বয় মিষ্টি ঢঙে।
পাখির ডাকেই ঘুম ভাঙে,
নতুন আশা মনে জাগে।