তোমার চোখে দেখি স্বপ্নের ঘর,
হৃদয় জুড়ে বাজে অচেনা সুর।
তোমার ছোঁয়ায় জেগে ওঠে প্রাণ,
প্রতিটা ক্ষণে তুমি আমার গান।

চাঁদের আলো মাখা নীল আকাশে,
তুমি আছো মনের গোপন ভাষায়।
দূরে থেকেও কাছে পাই তোমায়,
প্রেমের রঙে ভরে ওঠে হৃদয়।