গন্তব্য বলতে তোমার কোল বুঝি;
তুমি দুঃখ দিলে সুখ আর কোথায় খুঁজি।