বৃষ্টির ফোঁটায় তোমার চোখে ভালোবাসা ঝরে,
হাত ধরে হাঁটি দু’জনে, সব কষ্ট ধুয়ে মরে।
তুমি আমি ভিজি ভালোবাসার নীরব সুরে,
এই বৃষ্টি যেন প্রেমের গল্প লিখে যায় দূরে।
🎶 তোমাকে ভালোবেসে যেতে চাই
🎞 তান্ডব

image