নীরব দীপ্তি জাগায় প্রাচীন দ্বারে,
স্মৃতির পাতায় খেলে সোনালি আলো তারে।
ইট-পাথরে গাঁথা বিশ্বাসের ভাষা,
ভক্তির ছায়ায় জেগে ওঠে আশার আশা।