জীবন উল্লাস
সূর্যের আলোয় ভেসে ওঠা এক নতুন সকাল,
হৃদয়ের কণ্ঠে বাজে আশার রঙিন রাগিণী।
হাসির ঝিলিক, অশ্রুর ভেতরেও খুঁজে নেয় পথ,
কারণ জীবন মানেই তো এক অনন্ত উল্লাস।