ঝড় এলে ভেঙে যায় কিছু স্বপ্নের ঘর,
তবু মেঘের ফাঁকে ফুটে ওঠে রোদ্দুরের গান।
প্রতিটি শ্বাসে থাকে বেঁচে থাকার জয়গান,
জীবন মানে চলার পথে আনন্দের উৎসব।