১৯৭৮ সালের পর সর্বোচ্চ তাপমাত্রা জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে

Kommentare · 59 Ansichten

চলতি বছর জুন মাসে জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরে ১৯৭৮ সালের পর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

চলতি বছর জুন মাসে জম্মু ও কাশ্মীরের রাজধানী শ্রীনগরে ১৯৭৮ সালের পর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে ১৮৯২ সালের পর এই জুন মাসটি দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণ মাস হিসেবে চিহ্নিত হয়েছে। মঙ্গলবার শ্রীনগরের আবহাওয়া দপ্তরের পরিচালক মুখতার আহমদ এবং স্বাধীন আবহাওয়াবিদ ফাইজান আরিফ এই তথ্য নিশ্চিত করেছেন।

ফাইজান আরিফ তার ‘কাশ্মীর ওয়েদার’ নামের এক্স হ্যান্ডেলে জানান, ২০২৫ সালের জুন মাসে শ্রীনগরের গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস।গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি, ফলে পুরো মাসের গড় তাপমাত্রা দাঁড়ায় ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস।

 

তিনি আরো জানান, জুন মাসে শ্রীনগরের এর চেয়ে বেশি গরম পড়েছিল একমাত্র ১৯৭৮ সালে, যখন গড় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ৩২.৯ ডিগ্রি সেলসিয়াসে। তখনও মাসের গড় তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি, যদিও গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল কিছুটা কম, ১৭.১ ডিগ্রি।

আবহাওয়া দপ্তরের পরিচালক মুখতার আহমদও এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘এই বছরের জুন মাস অনেকটাই ১৯৭৮ সালের জুন মাসের মতোই ছিল।সেই বছর ১০ দিনেরও বেশি সময় ধরে তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়েছিল। এবারও তেমনই পরিস্থিতি ছিল, যদিও এবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি অতিক্রম করেনি, যা ১৯৭৮ সালে হয়েছিল।’

 

আরিফ আরো বলেন, ২০২৫ সালের এই গড় তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস অতীতের আরো দুটি উষ্ণ জুন মাসের সঙ্গে সমান — ১৯৭১ এবং ১৯৭৩ সালে এই একই গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।

শুধু শ্রীনগর নয়, দক্ষিণ কাশ্মীরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত কাজিগুন্ডেও এবার রেকর্ড তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।খানে জুন মাসে গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ছিল ১৬.১ ডিগ্রি। এতে করে মাসের গড় তাপমাত্রা দাঁড়ায় ২৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯৭৩ সালের পর সর্বোচ্চ।

 

১৯৭৩ সালে কাজিগুণ্ডে রেকর্ড করা হয়েছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস গড় তাপমাত্রা — সর্বোচ্চ গড় ৩০.৪ এবং সর্বনিম্ন গড় ১৬.৯ ডিগ্রি। ১৯৭৮ সালের জুন মাসেও গড় ছিল ২৩.২ ডিগ্রি, তবে সে সময় সর্বোচ্চ গড় কিছুটা কম ছিল (৩০.২ ডিগ্রি) এবং সর্বনিম্ন কিছুটা বেশি (১৬.২ ডিগ্রি)।

আরিফ জানান, কাজিগুন্ডে জুন মাসে এখনও পর্যন্ত সর্বোচ্চ গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা রেকর্ড করা হয়েছিল ১৯৭১ সালে।তখন পুরো মাসের গড় তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি। কাশ্মীরের এই নজিরবিহীন গরম আগামী দিনগুলোতে আবহাওয়া ও জনজীবনে কী প্রভাব ফেলবে, সেটিই এখন দেখার বিষয়।

 

সূত্র : হিন্দুস্তান টাইমস

Kommentare