পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার হচ্ছে

মন্তব্য · 3 ভিউ

পানিসম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করা হচ্ছে। এ লক্ষ্যে গত ২৭ জ?

চলতি বছরের শুরুর দিকে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকে গৃহীত ঐকমত্য বাস্তবায়নের অংশ হিসেবে এ অগ্রগতি সাধিত হচ্ছে।

 

 

শুক্রবার (১ আগস্ট) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চাংজিয়াং ওয়াটার রিসোর্সেস কমিশনের প্রধান পরিকল্পনাবিদ শু ঝাওমিং। এ সময় আরও ছিলেন দেশটির পানি সম্পদ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা ও বিনিময় কেন্দ্রের সিনিয়র প্রকৌশলী ও বিশেষজ্ঞরা। বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ। সফরে চীনা প্রতিনিধিদল বাংলাদেশের জলাবদ্ধতা, নদীদূষণ, লবণাক্ততা ও ভাঙনের মতো প্রধান পানি সম্পদ সমস্যাগুলোর ওপর সরেজমিন পর্যবেক্ষণ করেন। 

 

 

এর আগে বৃহস্পতিবার পানি ভবনে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক কারিগরি বৈঠকে উভয় পক্ষ টেকসই, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক পানি সম্পদ উন্নয়নে যৌথ পরিকল্পনা ও সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হন। আলোচনায় বুড়িগঙ্গা নদীর পুনরুদ্ধার নিয়েও উভয় দেশের প্রতিনিধিরা মতবিনিময় করেন। 

 

ইত্তেফাক/এমএস

মন্তব্য
অনুসন্ধান করুন