বিটিএস আর্মিদের নিয়ে তথ্যচিত্রে যা আছে

टिप्पणियाँ · 17 विचारों

বিশ্বজুড়ে আলোচিত কে–পপ ব্যান্ড বিটিএসের অনুরাগীরা ‘আর্মি’ নামে পরিচিত। সিউল থেকে লস অ্যাঞ্জেলেস, টেক্সাস থ??

বিশ্বজুড়ে আলোচিত কে–পপ ব্যান্ড বিটিএসের অনুরাগীরা ‘আর্মি’ নামে পরিচিত। সিউল থেকে লস অ্যাঞ্জেলেস, টেক্সাস থেকে মেক্সিকো সিটি—দুনিয়াজুড়ে ছড়িয়ে আছে আর্মি। আর্মির সংখ্যা ৯ কোটি ছাড়িয়েছে। আর্মিদের নিয়ে ‘বিটিএস আর্মি: ফরএভার উই আর ইয়াং’ নামে একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন পরিচালক গ্রেস লি ও পার্টি আন। ৫ আগস্ট তথ্যচিত্রটি মুক্তি পাবে।

তথ্যচিত্রের অন্যতম নির্মাতা ও প্রযোজক গ্রেস লি বলেন, ‘আর্মি ছাড়া বিটিএস কিছুই নয়, আর বিটিএস ছাড়া আর্মিও তো কিছুই নয়।’ জন্মলগ্ন থেকেই বিটিএস ও আর্মি একে অপরের পরিপূরক। ফোর্বস জানিয়েছে, তথ্যচিত্রে প্রজন্মের পর প্রজন্ম ধরে ছড়িয়ে থাকা আর্মিদের কার্যক্রম ফুটে উঠেছে, তথ্যচিত্রে আর্মিদের আশা ও ঐক্যের প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে।

বিটিএসকে নিয়ে আগেও তথ্যচিত্র নির্মিত হয়েছে। তবে এটি আলাদা; কারণ, তথ্যচিত্রটি ভক্তদের নিয়ে নির্মিত হয়েছে। তথ্যচিত্রের মূল চরিত্রে রয়েছেন আর্মিরাই। যাঁদের সহনশীলতা ও বিটিএসের প্রতি গভীর আবেগপূর্ণ সম্পর্ককে উদযাপন করা হয়েছে। এতে সিউলের একটি ড্যান্স ক্লাসকে দেখানো হয়েছে, সেই ক্লাসে বিটিএসের নাচের কোরিওগ্রাফি শেখানো হয়।
পরিচালক ও প্রযোজক প্যাটি আন বলেন, ‘তথ্যচিত্রটি আর্মিদের আবেগ জড়িয়ে আছে, আমরা সেই আর্মিদের সঙ্গে পরিচিত হব, যারা আমাদের হাসিয়েছে, কাঁদিয়েছে ও ভাবতে বাধ্য করেছে। আর্মিদের সহনশীলতা, সৃজনশীলতা ও রসবোধে আমরা বারবার মুগ্ধ হয়েছি এবং আশা করি দর্শকেরাও তা–ই হবেন।’

এর মধ্যে প্রথম লাইভ অ্যালবাম ‘পারমিশন টু ড্যান্স অন স্টেজ-লাইভ’ প্রকাশ করেছে বিটিএস। অ্যালবামে ২০২১-২২ সালে ওয়ার্ল্ড ট্যুর ‘পারমিশন টু ড্যান্স অন স্টেজ’-এ সিউল, লস অ্যাঞ্জেলেস ও লাস ভেগাসে গাওয়া গানগুলো জায়গা পেয়েছে। অ্যালবামে ‘ডায়নামাইট’, ‘বাটার’-এর মতো হিট গান থাকছে। ট্যুরে গানগুলো নতুন আয়োজনে গাওয়া হয়েছিল। এর বাইরে ‘অন’, ‘ফায়ার’, ‘ডোপ’, ‘আইডল’সহ ২২টি গানের লাইভ ভার্সন রয়েছে।
প্রায় তিন বছর বিরতির পর আগামী বছরের বসন্তকালে মঞ্চে ফিরছে বিটিএস। ইতিমধ্যে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষ করেছেন আরএম, জিন, জে-হোপ, জিমিন, ভি, জাংকুক ও সুগা।
टिप्पणियाँ
खोज