মাইডাস ফাইন্যান্সিংয়ের ২৮তম এজিএম অনুষ্ঠিত

코멘트 · 10 견해

জিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি মাইডাস ফাইন্যান্সিংয়ের ২৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

বার্ষিক সাধারণ সভায় ২০২৩ সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) পরিচালকদের প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণী, নিরীক্ষকের প্রতিবেদনসহ অন্যান্য এজেন্ডা সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা।

সভায় উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক গোলাম রহমান, নাজনীন সুলতানা, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুস্তাফিজুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক এবং কোম্পানির সচিব তানভির হাসানসহ শেয়ারহোল্ডাররা। এছাড়া সভায় ডিএসই ও সিএসইর প্রতিনিধিসহ একজন স্ক্রটিনাইজার উপস্থিত ছিলেন।

코멘트