এক বছর কোনো ম্যাচ না খেলেও বর্ষসেরা ক্রিকেটার নরকিয়া

Reacties · 17 Uitzichten

ক বছর জাতীয় দলের বাইরে দক্ষিণ আফ্রিকার পেসার আনরিখ নরকিয়া। কিন্তু তিনিই জিতেছেন বর্ষসেরা ক্রিকেটারের পুরষ্??

নরকিয়াকে জাতীয় দলের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলতে দেখা গেছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। গত বছরের ২৯ জুন ফাইনালের ভারতের বিপক্ষে প্রোটিয়াদের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। এরপর আর প্রোটিয়াদের হয়ে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে মাঠে নামতে দেখা যায়নি তাকে।

বিশ্বকাপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন নরকিয়া। দক্ষিণ আফ্রিকার হয়ে টুর্নামেন্টের সেরা বোলার ছিলেন তিনি। ১৫ উইকেট নিয়ে যৌথভাবে টুর্নামেন্টেরও দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ৩১ বছর বয়সী এই পেসার। ৯ ম্যাচে তার ইকোনমিও ছিল ঈর্ষণীয়, ৫.৭৪। সেই পারফরম্যান্সের পুরষ্কার হিসেবেই বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নরকিয়া।

তবে বিশ্বকাপের পরের সময়টা মোটেও সহজ ছিল না নরকিয়ার জন্য। পিঠের চোটে লম্বা সময় মাঠের বাইরে থাকতে হয় তাকে। প্রোটিয়া এই পেসারের সর্বশেষ ইনজুরি ছিল স্ট্রেস রিঅ্যাকশন, যার কারণে তিনি জিম্বাবুয়েতে গত মাসে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ থেকে বাদ পড়েন।

অন্যদিকে, চলতি বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা। শিরোপা এনে দেওয়া বাভুমা নির্বাচিত হয়েছেন বর্ষসেরা টেস্ট খেলোয়াড়। এ ছাড়া পুরুষ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন স্পিন অলরাউন্ডার কেশভ মহারাজ। টেস্ট ও টি-টোয়েন্টি মিলিয়ে তার ধারাবাহিক পারফরম্যান্সে মুগ্ধ হয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

Reacties