বিশ্বকাপ জিতেও ফিফা র‌্যাংকিংয়ে ব্রাজিলের পেছনে আর্জেন্টিনা

Mga komento · 22 Mga view

বিশ্বকাপ জিতেও ফিফা র‌্যাংকিংয়ে ব্রাজিলের পেছনে আর্জেন্টিনা

বিশ্ব চ্যাম্পিয়ন হয়েও চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে পেছনে ফেলতে পারেনি আর্জেন্টিনা। যদিও এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো র‌্যাংকিং প্রকাশ করেনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তবে ম্যাচ ও পয়েন্ট হিসেব করে এখনও সবার ওপরে অবস্থান ব্রাজিলের।

 

তিনে থেকে বিশ্বকাপ শুরু করা আর্জেন্টিনা অবশ্য এগোবে এক ধাপ। দুইয়ে থাকবে তারা। মূলতঃ ফ্রান্সের বিপক্ষে ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ে ড্র করার কারণেই পর্যাপ্ত পরিমাণ পয়েন্ট অর্জন করতে পারেনি আলবেসিলেস্তেরা।

 

 

দুইয়ে থাকলেও ব্রাজিলকে টপকে যাওয়ার খুব কাছাকাছি রয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

Mga komento