সমাবেশ ঘিরে ভোগান্তির শেষ নেই

التعليقات · 11 الآراء

ঢাকায় রোববার একইসঙ্গে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সরকারি কর্ম কমিশনের চাকরির পরীক্ষা ছিল। এর মধ্যেই শাহবাগে ছা??

ঢাকায় রোববার একইসঙ্গে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সরকারি কর্ম কমিশনের চাকরির পরীক্ষা ছিল। এর মধ্যেই শাহবাগে ছাত্রদল, কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপি এবং সোহরাওয়াদী উদ্যানে ছাত্রশিবির তিনটি বড় অনুষ্ঠান পালন করেছে। এতে ভোগান্তি পোহাতে হয়েছে নগরের সাধারণ বাসিন্দাদের।

 

সমাবেশস্থল গুলো মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হলেও সেখানে যারা যোগ দিয়েছেন তারা এসেছে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন এলাকা থেকে। এক্ষেত্রে অনেকেই এসেছেন বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন ভাড়া করে। ফলে সভাস্থলের আশেপাশের এলাকায় সড়কগুলোতে যানজট সৃষ্টি হয়।

 

"আজকে (রোববার) দুই-দু'টো পাবলিক পরীক্ষা। এরকম পরীক্ষার সময় এমনিতেই যানজট লেগে থাকে। এর মধ্যে তিন দলের সমাবেশ থাকায় অবস্থা খারাপ হয়ে গেছে," বিবিসি বাংলাকে বলছিলেন বাংলাদেশ মেডিকেলে চিকিৎসক বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী মোখলেসুর রহমান।

 

সমাবেশগুলো কেন্দ্র করে আশেপাশের বেশকিছু সড়ক বন্ধ রাখা হয়েছিল। যদিও ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বিবৃতি দিয়ে আগেই ওইসব এলাকা এড়িয়ে চলার জন্য নগরবাসীকে পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু শাহবাগে ছাত্রদলের সমাবেশস্থলের পাশের হাসপাতালগুলোতে যারা চিকিৎসা নিতে আসেন, গন্তব্যস্থলে পৌঁছাতে তাদের অনেকেরই বেগ পেতে হয়েছে।

 

"হাসপাতালের পাশে এগুলা কেন করতে দেয় প্রশাসন? এসব সভা-সমাবেশ তো হওয়া উচিৎ খোলা মাঠে। তাহলে সবাই বাঁচে," বিবিসি বাংলাকে বলছিলেন বারডেম জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা নাদিরা আক্তার।

 

এদিকে, তিন সংগঠনের কর্মসূচিতে বাসভরে নেতাকর্মীদের আসতে দেখা গেলেও রাস্তায় তুলনামূলক কম ছিল গণপরিবহনের সংখ্যা। ফলে কারওয়ান বাজার, ফার্মগেট সহ বিভিন্ন মোড়ে যাত্রীদেরকে বাস ধরার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে।

التعليقات