এনসিপি'র নতুন ইশতেহার

التعليقات · 13 الآراء

শহীদ মিনারের সমাবেশে এনসিপি যে ২৪ দফার ইশতেহার ঘোষণা করেছে, সেখানে নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক গঠন, জুলাই

শহীদ মিনারের সমাবেশে এনসিপি যে ২৪ দফার ইশতেহার ঘোষণা করেছে, সেখানে নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক গঠন, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার, গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা ও আইন সংস্কার, সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন, জনবান্ধব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গঠন সহ বিভিন্ন বিষয় গুরুত্ব পেয়েছে।

 

"আমাদের এক দফা দাবি ছিল, আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই। কেবল এক ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা হটিয়ে, আরেক ফ্যাসিবাদী ব্যবস্থা উত্থানের সম্ভাবনা জিইয়ে রেখে আমরা নিশ্চিন্তে ঘরে ফিরতে পারি না," বলেন এনসিপি নেতা নাহিদ ইসলাম।

 

গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এনসিপি কাজ করে যাচ্ছে বলে দাবি করেন তিনি।

 

"আমরা বলেছিলাম আমরা এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করবো, যেখানে স্বৈরতন্ত্র আর কখনোই ফিরে আসতে পারবে না। ফ্যাসিবাদ আর কখনো ফিরে আসতে পারবে না। কিন্তু আমরা দেখছি ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী বন্দোবস্তের বিলোপ আমরা ঘটাতে পারিনি। আমরা পারিনি সেই পুরনো সংবিধানকে বাতিল করে একটা নতুন সংবিধান তৈরি করতে। আমরা পারিনি ফ্যাসিবাদী ব্যবস্থার ক্ষমতার স্তম্ভ ছিল যেই দুর্নীতি পরায়ণ অলিগার্ক ব্যবসায়ী ও তাদের অর্থনীতিকে ভেঙে দিতে," বলেন মি. ইসলাম।

 

"আমরা এমন একটি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, যেখানে কেবল নির্বাচনের দিনে জনগণের হাতে ক্ষমতা থাকবে না, বরং রাষ্ট্র পরিচালনার সকল ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে," বলেন নাহিদ ইসলাম।

 

সমাবেশে অংশ নিয়ে এনসিপির নেতারা জুলাই ঘোষণাপত্রের পাশাপাশি জুলাই সনদ ঘোষণার দাবি জানান।

التعليقات