বোন চ্যাম্পিয়ন হতে পারেনি, যা বললেন আফঈদা

Комментарии · 6 Просмотры

তীয় বক্সিং প্রতিযোগিতার নারী বিভাগের ফাইনাল নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। টুর্নামেন্টে অংশ নিয়েছেন জিনাত ফেরদৌস। ??

তীয় বক্সিং প্রতিযোগিতার নারী বিভাগের ফাইনাল নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। টুর্নামেন্টে অংশ নিয়েছেন জিনাত ফেরদৌস। যুক্তরাষ্ট্র প্রবাসী এই বক্সার এর আগে বাংলাদেশের হয়ে বিভিন্ন আন্তর্জাতিক ইভেন্টে অংশ নিয়েছিলেন। ঢাকার মাঠে নেমেছেন প্রথমবারের মতো। ফাইনালে তাকে দেখতে ভিড় জমে জাতীয় বক্সিং কমপ্লেক্সে। তবে, দর্শকের আগ্রহের জায়গা ছিল আরও একটিআফঈদা বলেন, ‘বোন যে ফাইনাল খেলছে, ফাইনালের প্রতিপক্ষ একজন প্রবাসী। সে আন্তর্জাতিক খেলোয়াড়। তার সঙ্গে আমার বোনের খেলাটা একটা সৌভাগ্যের ব্যাপার। আর সে যে তিন রাউন্ড পুরো শেষ করছে, আমার কাছে ভালো লেগেছে। সে হাল ছাড়েনি, চেষ্টা করেছে

Комментарии