সন্ধান মেলেনি মোহাম্মদপুর থেকে নিখোঁজ জান্নাতুলের

Bình luận · 8 Lượt xem

জধানী ঢাকার মোহাম্মদপুর থেকে নিখোঁজ হয়েছেন জান্নাতুল বেগম (১৪) নামক এক কিশোরী। নিখোঁজের দুদিন পরও মেলেনি তার ?

জানা গেছে, মোহাম্মদপুরের চাঁদউদ্যানের বাড়া বাসা থেকে গত মঙ্গলবার (২২ জুলাই) স্কুলে যাওয়ার জন্য বের হন জান্নাত। সকাল সাড়ে ১০টায় বের হওয়ার পর থেকে তার সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি।

নিখোঁজের বিষয়টি নিয়ে জান্নাতের বাবা মো. আকবর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডি নম্বর ২০০২।

ঘর থেকে বের হওয়ার সময় জান্নাতের পরনে ছিল একটি মেরুন রঙের বোরকা। তার মুখমণ্ডল গোলাকার। কোনো সহৃদয় ব্যক্তি যদি জান্নাত সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন কিংবা কোথাও দেখে থাকেন, তাহলে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো যাচ্ছে। যোগাযোগ : 01855122222 (আকবর, নিখোঁজ ব্যক্তির বাবা)।

Bình luận