আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলি মন্ত্রীর উস্কানিমূলক কার্যকলাপের নিন্দা করল সৌদি

Kommentarer · 17 Visninger

অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল জেরুজালেমের আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইত?

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, 'সৌদি আরব আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদার সরকারি কর্মকর্তাদের বারবার উস্কানিমূলক আচরণের তীব্র নিন্দা জানায় এবং জোর দিয়ে বলে, এই অনুশীলনগুলো এই অঞ্চলে সংঘাতকে আরও বাড়িয়ে তুলছে।'

 

এর আগে রোববার (৩ আগস্ট) সকালের দিকে আল-আকসা প্রাঙ্গণে দখলদার ইহুদিদের নিয়ে একটি উস্কানিমূলক মিছিল এবং ব্যাপক অনুপ্রবেশ ঘটান বেন-গভির। তারা এক 'স্মরণসভায়' মিলিত হয়ে গান এবং নৃত্য পরিবেশন করে মসজিদ প্রাঙ্গণে হানা দেয়।

 

বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসরায়েলি দখলদার কর্মকর্তাদের এমন আচরণ বন্ধ করার জন্য অব্যাহত দাবির ওপর জোর দিচ্ছি, যা আন্তর্জাতিক আইন ও নিয়ম লঙ্ঘন করে এবং এই অঞ্চলে শান্তি প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করে।

 

 

সৌদি আরব আল-আকসা মসজিদের পবিত্রতার ওপর ইসরায়েলি হামলার ধারাবাহিক নিন্দা জানিয়ে আসছে।

 

জর্ডানও বেন-গভিরের আল-আকসায় হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই ঘটনাকে 'আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন, একটি অগ্রহণযোগ্য উস্কানি' হিসেবে বর্ণনা করা হয়েছে।

 

ইত্তেফাক/এসকে

Kommentarer