সম্মানসূচক নাগরিকত্ব পাওয়ার বছর দুয়েক পর বাংলাদেশের সাথে গর্ডন গ্রিনিজের সম্পর্কটা যখন শেষ হয়, সেই পর্বটা কোনো পক্ষের জন্যই খুব একটা সম্মানজনক ছিল না। আর সেসময় মনোমালিন্যের মাত্রাটা এতোটাই তীব্র ছিল যে যুক্তরাজ্যের নর্দাম্পটনে ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়ের দিন অর্ধেক ম্যাচশেষে মাঠ ছাড়েন তিনি। এরপর কাউকে কিছু না জানিয়ে ছেড়ে যান টিম হোটেল।
Sök
populära inlägg