কক্সবাজারে যাওয়া দলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এনসিপি

Kommentarer · 23 Visninger

কারণ দর্শানোর নোটিশ পাওয়া দলের পাঁচ নেতা হলেন- সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জা?

কক্সবাজারে যাওয়া দলের পাঁচ নেতাকে শোকজ বা কারণ দর্শাও নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।

 

দলের এই পাঁচ নেতা হলেন- সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ।

 

এনসিপির ভেরিফায়েড ফেসবুক পাতায় পাঁচজনকে করা আলাদা শোকজ নোটিশের কপি প্রকাশ করা হয়েছে।

 

দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে- ‘গতকাল ৫ই অগাস্ট জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও চার কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গিয়েছেন। এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা ‘রাজনৈতিক পর্ষদ’ এর নিকট পূর্বে অবগত করা হয়নি’।

 

এতে আরও বলা হয়: “এমতাবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহবায়ক জনাব মোঃ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নিকট স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করছি”।

 

প্রসঙ্গত, জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে জাতীয় নাগরিক পার্টি'র (এনসিপি) বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার হঠাৎ কক্সবাজারে যাওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার নানান আলোচনা ও কৌতূহল সৃষ্টি হয়েছিলো।

 

স্থানীয় কয়েকটি গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছিলো, ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতেই তারা কক্সবাজারে গিয়েছেন।

 

তবে অস্বীকার করে খবরটি "গুজব" বলে দাবি করেছেন এনসিপি নেতারা।

 

"এটা টোটালি একটা গুজব, মিস ইনফরমেশন। এ ধরনের কোনো কিছুই না," কক্সবাজার থেকে তখনই বিবিসি বাংলাকে বলছিলেন দলটির মূখ্য সংগঠক নাসিরুদ্দীন পাটওয়ারী।

 

"হুট করে ঘুরতে আসছিলাম, পদযাত্রাতে টায়ার্ড হয়ে গেছিলাম। জাস্ট এমনে একটু সাগর পাড়ে ঘুরতে আসছিলাম। বাট এখানে আইসা দেখি, হোটেলে চেক ইন করে মাত্র বসছি, এর মধ্যেই এই নিউজ দেখতেছি," বলেছিলেন মি. পাটওয়ারী।

Kommentarer