পারমাণবিক কর্মসূচি ইস্যুতে ইরানের বড় ঘোষণা

टिप्पणियाँ · 64 विचारों

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করার ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসি

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করার ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি ও মেহর নিউজ এজেন্সি বরাত এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি

আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থাও জানায়, গত সপ্তাহেই পার্লামেন্টে পাস হওয়া একটি আইনে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ফলে আইএইএর সঙ্গে সরকারের সম্পর্ক স্থগিত রাখা বাধ্যতামূলক হবে।

এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন ইরান ও জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএর মধ্যে নজরদারি ও স্বচ্ছতা নিয়ে উত্তেজনা চরমে পৌঁছায়। সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতের পর এই টানাপোড়েন আরও তীব্র হয়।

গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালালে ১২ দিনের এক সংঘাত শুরু হয়। এর জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। আর যুক্তরাষ্ট্র বোমা হামলা চালায় ইরানের তিনটি পরমাণু স্থাপনায়।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ২৪ জুন এই সংঘাত যুদ্ধবিরতির মাধ্যমে শেষ হয়।

टिप्पणियाँ
खोज