দেশে টানা চার মাস মূল্যস্ফীতি কমার পর আবার বাড়লেও বিষয়টিকে স্বাভাবিক হিসেবে দেখছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
তার ভাষ্য, “ইনফ্লেশন কিছু কমেছে। আরও অনেক কমাতে হবে। কিন্তু প্রতি মাসেই যে কমবে এই ধারণা করাটাও আবার ভুল হয়। দুই মাস-তিন মাস কমবে আবার এক মাস বাড়বে এটাই স্বাভাবিক।"
তবে অর্থবছর শেষে সার্বিকভাবে মূল্যস্ফীতি পাঁচ শতাংশের নিচে নামিয়ে আনার আশা প্রকাশ করেন মি. মনসুর।
আজ রোববার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন নিয়ে আয়োজিত এক সংলাপে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, “এটা নিয়ে কালক্ষেপণের কিছু নাই। আমি এখনো আশাবাদী, আমাদের ইনফ্লেশন কমে আসবে। আমরা হয়তো পাঁচের নিচে চলে যেতে পারব এই অর্থবছর শেষে। এটা আমাদের প্রত্যাশা এবং এটা আমাদের হবে বলে আমি আশাবাদী।”
মূল্যস্ফীতি জুন মাসে কিছুটা কমার পর জুলাই মাসে খাদ্য এবং খাদ্যবহির্ভূত দুই খাতেই আবার বেড়েছে।